আদমদীঘিতে গাঁজাও নারী সহ গ্রেফতার ৫জন,প্রাইভেটকার জব্দ

বগুড়ার আদমদীঘিতের সান্তাহার বটতলী নামক স্থানে প্রাইভেটকারে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজা উদ্ধার ও দুই নারী সহ ৫ মাদককারবারীকে গ্রেপ্তার করেছেন র্যাব-৫। মাদকবহনকারী (ঢাকা মেট্রো-গ ৩৭ ৫৫৪২) নম্বর প্লেটের প্রাইভেটকার জব্দ করেন। এঘটনায় গত (১৯ সেপ্টেম্বর) রোববার র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প এসআই আবুল কালাম বাদী হয়ে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।
মামলাসুত্রে জানাযায়, গত (১৮ সেপ্টেম্বর) শনিবার রাত ৮ ঘটিকার সময় গোপন সংবাদে র্যাব-৫ জানতে পারে কতিপয় ব্যাক্তি প্রাইভেটকারে মাদক বহন করে নওগাঁমুখী যাচ্ছে এমন সংবাদে র্যাব-৫ আদমদীঘির সান্তাহার বটতলী নামক স্থানে প্রাইভেটকার আটক করে তল্লাশী করে প্যাকেটে মোড়ানো ১১ কেজি গাঁজা উদ্ধার করেন। এসময় মাদককারবারী ব্রাক্ষণবাড়ীর কসবা উপজেলার কুল্লাপাথর গ্রামের শাহ আলমের পুত্র শুভ চৌধুরী (২১) গোরঙ্গগোলা গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র আব্দুর রহিম (৩২) রাজবাড়ীর বালিয়াকান্দির বেরুলী গ্রামের আব্দুল জলিল শেখের পুত্র রুবেল (২৫) কুমিল্লার সালমানপুর এলাকার আশরাফুল আলীর স্ত্রী নুর জহান (২৫) মাগুড়ার শ্রীপুরের বড়ইচড়া গ্রামের ইউসুফ মোল্লার কন্যা সুমাইয়া আক্তার (২৭) কে গ্রেপ্তার করেন। প্রাইভেটকার সহ তাদের নিকট থেকে নগদ ১ হাজার টাকা মোবাইল ফোন সিম কার্ড জব্দ করেন।