শিবগঞ্জে নারী সংক্রান্ত ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে মিথ্যা মামলা এলাকায় উত্তেজনা

বগুড়ার শিবগঞ্জ উপজেলার অনন্তবালা গ্রামের মৃত আনছার আলী আকন্দের পুত্র মোস্তফা আলম ডাইস এলাকার প্রভাবশালী হওয়ায় একটি নারী ঘটিত ঘটনাকে ধামাচাপা দিতে ভিন্ন খাতে প্রবাহিত করতে থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনাটি স্থানীয় জনপ্রতিনিধিরা একটি শালিশ নামার মাধ্যমে মিমাংসার চেষ্টা করলেও প্রভাবশালী মোস্তফা আলম ডাইস সেই শালিস নামা অমান্য করে শত্রুতার জের ধরে প্রতিপক্ষকে ঘায়েল করতে একই গ্রামের আব্দুস সাত্তারের পুত্র রাফিউল (২৭) এবং সিদ্দিকের পুত্র রুমন (২৩) এর নামে পুকুরে মাছ চুরি ও মারপিটের অভিযোগে থানায় মিথ্যা মামলা দায়ের করে। বিশ^াস্ত সূত্রে জানা গেছে, একটি বিরোধী দলের নেতৃবৃন্দের প্রভাব খাটিয়ে এই মামলাটি দায়ের করেছে বলে ভুক্তভোগী মহল অভিযোগ করেছেন। অভিযোগকারী ডাইস ক্ষমতাশীল বিএনপির চেয়ারপার্সন এর কার্যালয়ের ঘনিষ্ট ব্যক্তিদের সঙ্গে সু-সম্পর্ক থাকায় আইন প্রয়োগকারী উর্ধতন কর্তৃপক্ষের বিশ^াস্ততা অর্জন করে এই মামলায় তাদেরকে হয়রানী করা হচ্ছে বলে ভুক্তভোগীরা জানায়। এব্যাপারে ডাইস বলেন, প্রতিপক্ষরা পুর্বশত্রুতার জের ধরে গভীর রাতে জোরপূর্বক মারপিট করে তার পুকুরের মাছ লুটপাট করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ২১। তারিখ- ০৯.০৯.২০২১। ভুক্তভোগীরা অসহায় ও নিরহ প্রকৃতির লোক হওয়ায় ভয়ে ভিটা মাটি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। সচেতন মহল ঘটনাটি তদন্ত পূর্বক সঠিক রহস্য উদ্ঘাটন করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।