শিবগঞ্জ সরকারি এম.এইচ কলেজ ছাত্রলীগের নবাগত ছাত্রছাত্রীদের বরণ করে র্যালী

বগুড়ার শিবগঞ্জ সরকারি এম.এইচ কলেজ ছাত্রলীগের আয়োজনে দীর্ঘ ১৮ মাস কোভিড-১৯ এর কারণে দেশব্যাপী সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রদের স্বাস্থ্য সুরক্ষা ও কোভিড-১৯ সংক্রমণ রোগ হতে নিরাপদ থাকার লক্ষ্যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। দির্ঘদিন পর ১২ সেপ্টেম্বর সরকারি নির্দেশ মোতাবেক শিক্ষাপ্রতিষ্ঠানে খুলে দিয়ে সীমিত পরিসরে পাঠদান কার্যক্রম শুরু হওয়ার পর ছাত্রদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে। সরকারি সিদ্ধান্তকে সাগত জানিয়ে ও নবাগত ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানিয়ে সরকারি বিধি নিষেধ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে একটি র্যালী ও সংক্ষিপ্ত ছাত্র সমাবেশ ুুুঅনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে র্যালী শেষে কলেজ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে এক সংক্ষিপ্ত ছাত্র সমাবেশ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনামুল হক আরমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, কলেজ ছাত্রলীগের সভাপতি জিহাদ হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি শামিউল ইসলাম কায়েব, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাহিদ ইসলাম, আরমান ইসলাম, নাজমুল হক, আবু তাহের, মোস্তাক আহম্মেদ, জয়, সাজু মিয়া, সানি, ইমরান, আশিক, সৈকত, পাপ্পু প্রমুখ।