প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১ ২২:৫৯

গাবতলীতে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়

ষ্টাফ রিপোর্টার
গাবতলীতে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়

গতকাল রোববার বগুড়ার গাবতলী উপজেলা চেয়ারম্যানের কক্ষে উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির নেতৃবৃন্দ’র সাথে মতবিনিময় করেছেন বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খাঁন রবিন। মতবিনিময়কালে তিনি (রবিন) প্রধান শিক্ষকদের নানা সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের আশ^াস দিয়ে সার্বিক ক্ষেত্রে শিক্ষকদের সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, রেকসেনা আকতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বাদশা, তারাজুল ইসলাম, নাড়ুয়ামালা ইউপি চেয়ারম্যান আব্দুল গোফ্ফার, উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সবুর পিন্টু, সাধারণ সম্পাদক কেএম পান্না, উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির নেতা এমদাদুল হক, মোস্তাফিজার রহমান মজনু, রেজাউল করিম, সাজ্জাদুর রহমান সুজা, মমিনুর ইসলাম, কাজী আনোয়ারুল ইসলাম টিটু, আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ ও আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। অপর দিকে উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ও নাড়ুয়ামালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সুজাকে জনৈক লুৎফর রহমান লিটন ও তার সহযোগিরা লাঞ্ছিত করার ঘটনায় সে বিষয় নিয়েও ব্যাপক আলোচনা করা হয়। আলোচনান্তে ভুল বোঝাবুঝির বিষয়টি সমাধান করে দেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খাঁন রবিন। এই বৈঠকে অভিযুক্ত জনৈক লুৎফর রহমান লিটন ও তার সহযোগিরাও উপস্থিত ছিলেন।

উপরে