শাজাহানপুরে বেকার যুবনারীদের ব্লক প্রিন্ট বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

বগুড়ার শাজাহানপুরে যুব নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্লক প্রিন্ট বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মুজিববর্ষের আহব্বান যুব কর্মসংস্থান স্লোগান সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরে পরিচালক (পরিকল্পনা) যুগ্ম সচিব আব্দুল লতিফ মোল্লা।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সেলিমুল ইসলাম,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোছাদ্দেক হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক কে এম আব্দুল মতিন,বগুড়া যুব উন্নয়ন আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সহকারী পরিচালক সেলিম উদ্দিন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান রেজা প্রমূখ।
আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ৬০ জন বেকার যুবনারীদের দুইটি ব্যাচে প্রশিক্ষণ উদ্বোধন শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের রেজিষ্ট্রেশনকৃত বিভিন্ন সংগঠনের সদস্য, প্রশিক্ষণার্থী যুব নারী, যুব উদ্দোক্তা সঙ্গে মতবিনিময় সভা করেন।