শিবগঞ্জে শিক্ষা মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় সিআরভিএস প্রশিক্ষণ কর্মশালা

বগুড়ার শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (বানবেইস) শিক্ষা মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এস্টাবলিশমেন্ট অব “ইন্টিগ্রেটেড এডুকেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টিম” (আই.ই.আই.এম.এস) প্রকল্পের আওতায় উপজেলার ২১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকদের অংশ গ্রহণে পর্যায়ক্রমে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ইউনিক আইডি প্রদান সংক্রান্ত শিক্ষার্থী প্রোফাইল ও ডেটাবেজ প্রণয়নের নিমিত্তে শিক্ষার্থী তথ্য ফরম (হার্ড কপি) পূরণের প্রশিক্ষণ কর্মশালা চলমান রয়েছে।
মঙ্গলবার উক্ত প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা মিজানুর রহমান খান। শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করেন সহকারী প্রোগ্রামার ইউ.টি.টি.আর.সি.ই ব্যানবেইস দেবব্রত চক্রবর্তী।