শিবগঞ্জে ২ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।
সোমবার স্থানীয় সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ্ প্রধান অতিথি হিসাবে এ নতুন ভবণের উদ্বোধন করেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বগুড়ার অর্থায়নে ২ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে এ ভবন নির্মাণ করা হয়। উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ আলহাজ্ব ইয়াকুব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপ- সহকারী প্রকৌশলী ওমর ফারুক, উপজেলা যুব সংহতির আহ্বায়ক হুসাইন শরিফসঞ্চয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল ইসলাম।