শিবগঞ্জে সরকারি হাটের জায়গা দখলের অভিযোগ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের চালুঞ্জা কালিতলা সরকারি হাটের জায়গা অবৈধভাবে দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইজারাদার কর্তৃক উপজেলা নির্বাহি অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়,প্রায় ৬ লক্ষ টাকা দিয়ে স্থানীয় মুক্তার হোসেন নামে এক ব্যক্তি কালিতলা হাট ইজারা নেয়। ইজারাকৃত হাটটির সরকারি জায়গা এলাকার এক প্রভাব শালী আনোয়ার হোসেন হাটের জায়গার মধ্যে প্রায় ২ শতাংশ জায়গা অবৈধ ভাবে দখল করে নেয়। এর ফলে হাটের জায়গা বেহাত হওয়ায় হাটের ব্যবসায়ী ও ক্রেতাদের নানা ভোগান্তি হচ্ছে।
এ ব্যাপারে ইজারাদার মুক্তার হোসেন বলেন,৬ লক্ষ টাকা রাজস্ব দিয়ে হাট ইজারা নিয়েছি। এ ভাবে যদি হাটের জায়গা দখল হতে থাকে তাহলে লোকসান গুনতে হবে।
এ ঘটনায় উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) মৌলী মন্ডল বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করে দখলকারীদের উচ্ছেদ করে সরকারি জায়গা দখলমুক্ত করা হবে।