দেবীগঞ্জে আ.লীগের বিদ্রোহী প্রার্থী আবু বক্কর সিদ্দিক মেয়র নির্বাচিত

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আবু বক্কর সিদ্দিক আবু। তিনি দেবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এবং দেবীগঞ্জ উপজেলা শ্রমিক ঐক্যপরিষদের সভাপতি এবং শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক।
সোমবার নির্বাচনের পর রাত ৯টায় রিটার্নিং অফিসার ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনে বেসরকারীভাবে মেয়র হিসেবে তাকে বিজয়ী ঘোষণা করেন। রেলইঞ্জিন প্রতীকে তিনি পেয়েছেন ২ হাজার ৯৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন ২ হাজার ২৪৭ ভোট।
মেয়র পদের অন্য সাত প্রার্থীদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ (ক্যারামবোর্ড) পেয়েছেন ১ হাজার ৩৯৮, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি নুর নেওয়াজ (মোবাইল) পেয়েছেন ১ হাজার ১২৮ ভোট, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আখতার হোসেন নিউটন (জগ) পেয়েছেন ১৪৯ ভোট, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এফ এস এম মোফাখখারুল আলম বাবু (চামুচ) পেয়েছেন ১৫৬ ভোট, দেবীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক সরকার ফরিদুল ইসলাম (নারিকেল গাছ) পেয়েছেন ৩১৪ ভোট, সাংবাদিক জাকারিয়া ইবনে ইউসুফ (ইস্ত্রি মেশিন) পেয়েছেন ১০৩ ভোট এবং মাসুদ পারভেজ (কম্পিউটার) পেয়েছেন ১০৬ ভোট।
দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনে ১০ হাজার ৯১৪ জন ভোটারের মধ্যে ৮ হাজার ৫৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদানের হার শতকরা ৭৮.৭৭ ভাগ।