গাবতলীর দক্ষিনপাড়া ইউনিয়ন পরিষদে আইন শৃঙ্খলা বিষয়ে সভা অনুষ্ঠিত

মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং ও নারী নির্যাতনসহ আইন শৃঙ্খলা বিষয়ে জনসাধারণকে সচেতন করতে বগুড়া গাবতলীর দক্ষিনপাড়া ইউনিয়ন পরিষদে স্থানীয় বিট পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক গোলাম রহমান মুকুল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম। দক্ষিনপাড়া ইউনিয়ন বিট পুলিশিং অফিসার এসআই বাবলু শেখ এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন থানার এএসআই মহুরার রহমান, দক্ষিনপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, প্রচার সম্পাদক আমিরুল ইসলাম, বিএনপি নেতা আবু তাহের, স্থানীয় জয়ফুল ইসলাম, এনতাজ আলী, লাল মিয়া মেম্বার, এনামুল হক, এমদাদুল হক, জিন্না মিয়া, নুর আলম প্রমূখ।