পঞ্চগড়ে উপজেলা সংলাপ সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে কৃষি বিভাগের বিভিন্ন সেবা প্রাপ্তি আরও গতিশীল করার লক্ষ্যে নাগরিক সমাজ সংগঠনের নেতৃবৃন্দের সাথে উপজেলা সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকপেক্ট প্রকল্পের আওতায় ওই সংলাপ সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ-এমকেজি।
বুধবার পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে ওই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুমন আহমেদ।
উপজেলা সিএসও ইয়াসমিন আরার সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্পসারণ কর্মকর্তা আসাদুন্নবী, এমকেপির প্রসপেক্ট প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রাশেদুল আলম সুমন, ফিন্যান্স এন্ড এডমিন দীনা রানী সরকার, পঞ্চগড় প্রকল্প অফিসের অ্যাডভোকেসি ও ট্রেইনিং অফিসার লিলিমা মন্ডল। সংলাপ সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নাগরিক সমাজ সংগঠনের নেতৃবৃন্দগণ অংশগ্রহণ করেন।