শিবগঞ্জে ৫৯টি মন্দিরে উৎসব মুখর পরিবেশে দূর্গা পূজা পালনের প্রস্তুতি গ্রহণ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ১২টি ইউনিয়ন ১টি পৌরসভায় এবার ৫৯টি পূজা মন্ডবে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দূর্গা পূজা পালনের প্রস্তুতি গ্রহণ করেছে স্ব স্ব মন্ডবের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবির কুমার দত্ত জানান, গতবারের চেয়ে এবার উপজেলায় ৬টি পূজা মন্ডবে নতুন ভাবে শারদীয় দূর্গা পূজা পালনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সরকারি বিধি নিষেধ থাকায় গতবার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সর্বজনীন দূর্গা পূজা পালনে কিছুটা বিধি নিষেধ থাকায় কমলমতি শিশু, কিশোর ও ধমীয় উৎসব পালনে তেমন কোন প্রান চঞ্চলতা পরিলক্ষিত হয়নি। কিন্তু এবার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ প্রতিরোধ কল্পে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় দেশ ব্যাপী করোনা ভাইরাসের প্রকোপ গোটা বিশ্বের ন্যায় বাংলাদেশে সর্ব নিম্ন পর্যায়ে নেমে আসার লক্ষ্য মাত্রা গ্রহণ করেছেন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে বর্তমান পরিস্থিতি অনুকূলে থাকায় স্কুল, কলেজ, অফিস, আদালত, ব্যবসা-প্রতিষ্ঠান, বিপনী বিতান, সহ গণযোগাযোগ ব্যবস্থা কিছুটা হলেও স্বাভাবিক হওয়ায় এবারের শারদীয় দূর্গা পূজা পালনে উপজেলা ব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সাদুল্যাপুর গ্রামের প্রতিমা লিল্পী শ্রী হারাধন মহন্ত বলেন, গত বছর করোনা ভাইরাসের কারণে অনেক মন্ডবে প্রতিমা গড়তে অনেক কম অর্থ বরাদ্দ রেখেছিলেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। পক্ষান্তরে এবার করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমিয়ে আসায় সরকারি বিধি নিষেধ কিছুটা শীথিল করায় এবার প্রতিমা গড়তে অনেক বেশী অর্থ বরাদ্দ রেখেছেন। আমাদের কাছে প্রতিমা তৈরির জন্য পূজা পরিচালনা কমিটি নেতৃবৃন্দের আনাগোনা বেড়ে গেছে। তারা বড় বাজেটে দূর্গা পূজা পালনে সিদ্ধান্ত গ্রহণ করায় আমাদেরও আয়ের পরিধি বেড়েছে।
এ ব্যাপারে উপজেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি রাম নারায়ণ কানু বলেন, বর্তমান সরকার সনাতন হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধমীয় উৎসব দূর্গা পূজা পালনে সরকারি অনুদান প্রদান করায় পূজা মন্ডবের সংখ্যা বেড়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা পেলে ব্যাপক দর্শানার্থীদের আগমন ঘটবে। এতে করে এলাকার সর্ব ধরনের ব্যবসায়ীদের মন্দা ভাব কাটিয়ে উঠে তারাও আর্থিক ভাবে লাভবান হবে। সর্বপরি এবারের দূর্গাপূজায় আনন্দ ঘন পরিবেশে উদযাপনের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, প্রতিটি পূজা মন্ডবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহলের ব্যবস্থা গ্রহণ করেছেন উর্ধতন কর্তৃপক্ষ। এছাড়াও থানা থেকে একজন অফিসার সহ প্রয়োজনীয় পুলিশ, আনছার ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী পূজা মন্ডবে সর্বক্ষণিক নিরাপত্তার দিতে প্রস্তু রাখা হয়েছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা বলেন, হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গা পূজা পালনে সরকার সব ধরনের সহযোগিতার নির্দেশনা প্রদান করেছেন। প্রতিটা মন্ডবে সরকারী অনুদান প্রদান করা হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে সকল প্রকার সহযোগিতার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।