বিরামপুরে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধুর আত্মহত্যা

বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়ানের বিনাইল গ্রামের এক গৃহবধু গলায় ওড়া পেঁচিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ওসি তদন্ত মতিয়ার রহমান।
বিরামপুর থানার ওসি তদন্ত মতিয়ার রহমান জানান বিনাইল ইউপির বিনাইল গ্রামের আজমোল হোসেন এর স্ত্রী মোহছানা(৫০) তার বাড়ীতে শয়ন কক্ষে সকলের অগচরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। রাত প্রায় দুই ঘটিকার সময় তার স্বামী আজমোল হোসেন স্ত্রীর ঘরের দরজা খোলা দেখে ডাকহাক দিলে কোন শব্দ না পেয়ে ঘরের ভিতর দেখে সে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।
তিনি আরো জানান নিহতের স্বামী দীর্ঘ দিন ধরে কিডনী রোগে আক্রান্ত এছাড়াও নিহত মোরছানা মানসিক রোগী ছিলেন বলে তার স্বজনেরা জানান ।
বিরামপুর থানারর্ (ওসি) তদন্ত মতিয়ার রহমান বলেন, নিহত মোরছানা দীর্ঘ দিন মানসিক রোগী হওয়াই এবং পারিবারিক ও আর্থীক অবস্থা সুচনীয় হওয়াই এলাকাবাসী ও পরিবারের অনুরোধে লাশটি পরিবারকে হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি ইউডি মামলা করা হয়।