শিবগঞ্জ ইউপি নির্বাচনের আ.লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী তালিকা প্রণয়ণের বিশেষ সভা অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নির্দেশনার প্রেক্ষিতে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর তালিকা প্রণয়নে শিবগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে গুজিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোকলেছার রহমান মুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত বিশেষ সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মকবুল হোসেন, ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ এর মনোনয়ন প্রত্যাশী সাফিউল সরকার সাফি, রাকিব আকন্দ প্রমুখ। উক্ত সভায় সর্ব সম্মতিক্রমে শাফিউল ইসলাম সাফিকে দলীয় প্রার্থী হিসেবে মনোনিত করে রেজুলেশনের মাধ্যমে সকলের সম্মতি পত্রে স্বাক্ষর গ্রহণ সম্পূর্ন করা হয়।
চেয়ারম্যান পদে ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ার তালিকায় তার নাম লিপিবদ্ধ করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রার্থী সাফি বলেন, আমি বঙ্গবন্ধুর আদের্শ অনুপ্রাণিত হয়ে ছাত্র জীবন থেকে ছাত্রলীগের রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত হই। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে দীর্ঘদিন ছাত্র সংগঠন করে ছাত্রদের কে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও অনুসারীদেরকে দলীয় কর্মকান্ডে সম্পৃক্ততা অর্জন করায় পরবর্তীতে যুবলীগে যোগদান করে যুব সমাজকে মাদক ও সন্তাসের হাত থেকে ফিরিয়ে আনতে অগ্রণী পালন করি। অতিতের সরকারের শাসন আমলে তারেক জিয়ার মমতে বাংলার যুব সমাজ এক সময় মাদকে আশক্ত হয়ে পড়েছিল। এই সোনার বাংলায় মরণ নেশা ফেন্সিড্রিলের আবির্ভাব ঘটিয়ে ছিল তদানীন্তন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জৈষ্ঠ্য পুত্র তারেক রহমান। এই ভয়াবহ অবস্থায় তখনকার প্রশাসন কোন পদক্ষেপ না গ্রহণ করায় বাংলাদেশে এই মরণ নেশার ছবলে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌছে গিয়েছিল। আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন বর্তমান বিশে^র মুকুট রত্ন শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করার থেকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সেই ধারাবাহিকতায় আজ যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষার্থে যুব প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলে বিভিন্ন কারিগরি প্রশিক্ষনের মাধ্যমে স্বনির্ভর করে তুলেছে। আজ বাংলার যুবকরা উদ্যোক্তা হয়ে বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশের গন্ডি পেরিয়ে তারা বিদেশে কর্মময় জীবনে আত্ম নিয়োগ করে বৈদেশিক মুদ্রা অর্জন করে অর্থনীতিতে বাংলাদেশ এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করছে। আমি সেই যুব সমাজের পক্ষ থেকে বাংলাদেশের তৃণমূল পর্যায়ের অসহায় নির্যাতিত নিপিরীত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ গ্রহন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আপনারা আমার পাশে থাকলে জয় মালা ছিনিয়ে আনতে বেগ পেতে হবে না ইনশা আল্লাহ।
এসময় ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোকলেছার রহমান মুন্নু বলেন, ইউনিয়নের ৯ টি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে ১ং সাফিউল সরকার সাফি, ২ নং রাকিব আকন্দ ও ৩ নং নজরুল ইসলাম মিষ্টার এর নাম শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ বরাবর রেজুলেশন আকারে পাঠানো হয়েছে। আপনারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার ভিশন-২১ বাস্তবায়নে ও একটি স্বয়ং সম্পূর্ণ মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে ২০৪১ এর পরিকল্পনা বাস্তবায়নে একনিষ্ট ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় টিকিয়ে রাখতে সংবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আত্ম নিয়োগ করার শপথ নিয়ে এগিয়ে যেতে আহ্বান জানান।