নন্দীগ্রামে মালচিং সিটে মাচা পদ্ধতিতে তরমুজ চাষ

বগুড়ার নন্দীগ্রামে শিক্ষিত বেকার যুবক জাব্বির হোসেন তার নিজ জমিতে মাচা পদ্ধতিতে মালচিং সিটে বিভিন্ন জাতের তরমুজ চাষ করে সাফল্যের স্বপ্ন দেখছে জাব্বির হোসেন।
প্রাপ্ত তথ্য জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা মসজিদ পাড়ার মৃত দবির উদ্দিনের পুত্র মো: জাব্বির হোসেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ইতিহাস বিভাগ থেকে অনার্স মাস্টার্স শেষ করে চাকরির জন্য বিভিন্ন অফিসে ধর্না দেন কিন্তু কোনো মতেই তার ভাগ্যে সরকারি চাকরি জোটেনাই। একপর্যায়ে হতাশ হয়ে পড়ে , সেই মুহুর্তে ছুটে আসেন নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তারা। কৃষি অফিসার আদনান বাবুর কাছে তার সময় উপযোগী পরামর্শে কৃষি কর্ম করার জন্য উদ্বুদ্ধ করেন। সময় মত আদনান বাবুর দিক নির্দেশনায় জাব্বির হোসেনের নিজ ২০ শতক ভিটার উপর মাচা পদ্ধতিতে মালচিং সিটে ল্যান ফাইজার ও ডায়মন্ড জাতের তরমুজ ৩০/৪০ হাজার টাকা নিয়ে তার যাত্রা শুরু করে, গত ভাদ্র মাসে বগুড়া মহ্স্থানগড় থেকে বীজ সংগ্রহ করে ১হাজার পিচ চারা তৈরী করেন এবং রোপন করেন। বর্তমানে তার গাছে শতাধীক তরমুজ ধরেছে সার নিরানী কৃষান খরচও বীজ সহ সর্বমোট ৫০ হাজার টাকা খরচ হয়েছে বলে জাব্বির হোসেন এই প্রতিনিধিকে জানান। তিনি আরো বলেন গাছে যে তরমুজ ধরেছে এবং আরো ফল আসছে কোন রোগ বালাই না থাকলে আগামী দিনে ২ লক্ষ টাকার তরমুজ বিক্রয় হবে বলে তিনি আশা করছেন।
এবিষয়ে উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সুজুন কুমার জানান, নিয়োমিত জাব্বির হোসেনের তরমুজ ক্ষেতে যাওয়া হচ্ছে। অপর দিকে কৃষি কর্মকর্তা আদনান বাবু জানান, জাব্বির কৃষি অফিস পরামর্শে তরমুজ চাষ শুরু করেছে আগামী দিনে সকল প্রকার সাহায্য সহযোগীতা করা হবে।