শাজাহানপুরে মিশ্র পদ্ধতিতে গলদা চিংড়ি চাষে অপার সম্ভাবনা
.jpg)
গলদা চিংড়ি সাধারণত দণিাঞ্চল কিংবা সমুদ্র উপকূলে লোনাপানির মাছ মনে হয়। প্রচলিত এ ধারণা দিন দিন পাল্টে যাচ্ছে।বগুড়ার শাজাহানপুরে উপজেলায়ও গলদা চিংড়ি চাষে অপার সাফল্য দেখছেন উপজেলার মৎস্য চাষীরা ও মৎস্য দপ্তর।
শাজাহানপুর উপজেলা মৎস্য দপ্তরের মাধ্যমে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের ৩ টি গলদা কার্প প্রদর্শনী পুকুরে গলদা চিংড়ি সঙ্গে মিশ্র পদ্ধতিতে কার্প জাতীয় মাছ চাষে এ সাফল্য দেখা দিচ্ছে।এতে উপজেলার অনেক মৎস্য চাষীদের গলদা চিংড়ি চাষে আগ্রহী বাড়ছে।
মিশ্র পদ্ধতিতে গলদা চিংড়ি চাষে অপার সম্ভাবনা রয়েছে।গলদা চিংড়ি দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে জানিয়েছেন জেলা মৎস্য দপ্তর।
বৃহস্পতিবার সরেজমিনে খোট্রাপাড়া ইউনিয়ন গলদা চিংড়ি প্রদদর্শনী পুকুরে দেখা যায়, খামারের পুকুরগুলোতে জেলেরা মাছ ধরে সেসব মাছ মৎস্যকর্মীরা পরীা-নিরীা করে আবার পুকুরে ছেড়ে দিচ্ছেন।এ সময় মাছ ও পুকুরে নমুনায়ন পরিা করে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ আয়েশা খাতুন।
উপজেলা মৎস্য দপ্তর তথ্য মতে, ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আয়তায় উপজেলা খোট্রাপাড়া,মাদলা ও আশেকপুর ইউনিয়ন ৩ টি প্রদর্শনী পুকুরে গলদা চিংড়ি জুভেনাইল কার্প জাতীয় মাছের সঙ্গে মিশ্র পদ্ধতিতে চাষ করা হচ্ছে।মৎস্য দপ্তর মাধ্যমে প্রদর্শনী গলদা চিংড়ি চাষীদের প্রশিণ,জুভেনাইল পোনা,মাছের খাবার ও মাছ চাষে উপকরণ দেওয়া হয়।
উপজেলার মোস্তাইল গ্রামের গদলা চিংড়ি চাষী আবুল বাশার বলেল,এক বিঘা জমির পুকুরে অল্প সংখ্যক কার্প জাতীয় মাছের সঙ্গে প্রথম বারের মত গলদা চিংড়ি চাষ করেছি। মৎস্য দপ্তরের তত্বাবধানে সঠিক নিয়মে পরিচর্যা ফলে জুভেনাইল সাইজের চিংড়ি মাছ হুলো সাড়ে তিন মাসেই প্রায় বিক্রির উপযুক্ত হয়েছে।আমার পুকুরের ১০-১২ টি চিংড়ি এক কেজি মতন ওজন হয়েছ।আশাকরি সব খরচ বাদ দিয়ে ৫০ /৬০ হাজার টাকা লাভ হবে।আমি আগামী বছরে আরও ২ বিঘা জমির পুকুরে এ মিশ্র পদ্ধতিতে গলদা চিংড়ি চাষ করবো।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ আয়েশা খাতুন বলেন,কার্প জাতীয় মাছের সঙ্গে মিশ্র পদ্ধতিতে গলদা চিংড়ি চাষ করে বাড়তি আয়ের সুযোগ রয়েছে।প্রদশর্নী পুকুরে সঠিক পরিচর্য়া মাধ্যমে সাড়ে তিন মাসেই ভালো ফলাফল ।এ অঞ্চলের মাটি ও পানিতে গলদা চিংড়ি চাষের বাণিজ্যিকভাবে সম্ভাবনা মৎস্য চাষীদের আশার আলো দেখাচ্ছে।