প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১ ১৯:৪৯

গ্রাম কে শহর বানাতে রাস্তা ঘাট উন্নয়ন করছেন প্রধানমন্ত্রী

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
গ্রাম কে শহর বানাতে রাস্তা ঘাট উন্নয়ন করছেন প্রধানমন্ত্রী
বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক সোহরাব হোসেন ছান্নু বলেছেন, গ্রামে শহরের সুযোগ সুবিধা পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করেছে। গ্রামীণ জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে 'আমার গ্রাম আমার শহর' প্রকল্পে মাধ্যমে গ্রামকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মানুষ যেন গ্রামে বসে সব চাহিদা পূরণ করতে পারে সে লক্ষ্যেই গ্রামকে শহর হিসেবে গড়ে তুলতে রাস্তা-ঘাট,বিদ্যুৎ ও ডিজিটাল সেবা উন্নয়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
 
শুক্রবার বেলা ১১ টায় গয়নাকুড়ি গ্রামীণ সড়ক নির্মাণের ফলক উন্মোচন ও পাকা করণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা  উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান,উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবা আলহাজ্ব ওছিমদ্দিন,সমাজ সেবক আলহাজ্ব হয়রত আলী,আব্দুল খালেক হাফেজ,খরনা ইউপি সদস্য তোতা মিয়া, উপজেলা যুবলীগের সদস্য শাহাদাত হোসেন, খরনা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব,আড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মতিউর রহমান বকুল,জেলা ছাত্রলীগ নেতা সেলিম রেজা, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শামিম রানা, নাজমুস সাকিব,যুবলীগ নেতা তৌহিদ,মোস্তা,ফারুক, ওহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 
 
 
 
উপরে