শাজাহানপুরে নিরাপত্তা নিশ্চিতে পূজা মন্ডপ পরিদর্শন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পূজা মন্ডপের প্রস্তুতি পরিদর্শন করছেন উপজেলা প্রশাসন।
শনিবার বিকালে উপজেলার মাদলা চাঁচাইতারা ও মাঝিড়া এলাকার ৬টি মন্দির পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আশিক খান।
পরিদর্শন সময় তিনি মন্দিরে প্রতিমা তৈরি ও পূজা সকল প্রস্তুতি কার্যক্রম ঘুরে দেখেন এবং পূজা কমিটির সঙ্গে মতবিনিময় করে মন্দির সংশ্লিষ্টদের নিরাপত্তার ব্যাপারে সচেতন এবং পর্যাপ্ত সিসি ক্যামেরার ব্যবস্থা করতে বলেন।
এ সময় শাজাহানপুর থানা এস আই শামিম হাসান,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপু কুমার সরকার তাপস,পূজা মন্ডপের প্রতিনিধিগণ সহ থানা পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- উপজেলা পূজা উদযাপন পরিষদের তথ্য মতে এ বছর শাজাহানপুর উপজেলা ৫৭ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজনের প্রস্তুতি চলছে।
প্রতিটি পূজা মন্ডপে শান্তিতে পূজা উদযাপনের জন্য উপজেলা প্রশাসন, থানা পুলিশ, আনসার, ভিডিপি ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা পূজা মন্ডপে শান্তি শৃংখলা বজায় রাখার দায়িত্ব পালন করবেন।