পোরশায় হেরোইনসহ দুই যুবক আটক

নওগাঁর পোরশায় ৬০গ্রাম হেরোইনসহ রমজান আলী(৩২) ও কাজেম আলী(৩১) নামের দুই যুবককে আটক করেছে নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরন। আটক রমজান আলী দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পূর্বজয়দেবপুর নিলকুটি গ্রামের আলকেস আলীর ছেলে ও কাজেম আলী একই গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।
জানা গেছে, শনিবার বিকালে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা থেকে তারা দুজন ৬০গ্রাম হেরোইন নিয়ে একটি মোটরসাইকেল যোগে নওগাঁর পোরশা হয়ে দিনাজপুর ফিরছিলেন। এসময় পোরশা উপজেলার বন্ধুপাড়া মোড়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে তাদের তল্লাশি করলে তাদের কাছে থাকা ৬০গ্রাম হেরোইন ও একটি মোটরসাইল আটক করা হয়।
এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ সফিউল আজম খান জানান, থানায় একটি মামলা হয়েছে এবং গতকাল রোববার তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।