দলমত নির্বিশেষে জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই: সাবু

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান তোফায়েল আহমেদ সাবু দলমত নির্বিশেষে শিবগঞ্জ ইউনিয়নের জনগনের সেবক হিসেবে কাজ করে এলাাকার সকল স্তরের মানুষের আস্থা অর্জন করেছেন। তিনি বর্তমান সরকারের সময়ে তার সততা, নিষ্ঠাবান এবং গরীব বান্ধব চেয়ারম্যান হিসেবে সহজেই এলাকার সাধারণ মানুষ ও ভোটারদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
তিনি দায়িত্ব গ্রহণের পর তার এই সততার ও এলাকাবাসীর গ্রহণযোগ্যতার কারণে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রাণলয় থেকে অনেক উন্নয়ন মূলক কাজ সম্পূর্ণ করেছেন। এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ ও মন্দিরের উন্নয়ন ও সরকার প্রদত্ত গরীব ও অসহায় মানুষের বিভিন্ন খাদ্য সহায়তা প্রদানে সুষ্ঠু ও নিরপেক্ষতা বজায় রেখে প্রকৃত অগ্রাধিকার প্রাপ্ত মানুষের মাঝে সুষ্ঠু ভাবে প্রদানের ব্যবস্থা করে আসছেন। অতিতে সকল উন্নয়ন মূলক কাজের ধারাবাহিকতা পেরিয়ে বিগত ৫ বছরে ব্যাপক উন্নয়নের কারণে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। তিনি এই সফলতা পেয়েছেন বংশানুক্রমে।
জানা গেছে, তার বাবা আছির উদ্দিন তিন বারের সফল মেম্বার হিসাবে দায়িত্বভার গ্রহণের একপর্যায়ে এলাকায় একজন জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন। এর ধারাবাহিকতায় তার বাবার সততা ও গরীব বান্ধব জনপ্রতিনিধি হওয়ায় স্বাধীনতা পরবর্তী সময়ে ইউনিয়ন পরিষদের রিলিফ চেয়ারম্যান ও পরবর্তীতে দ্বিতীয় বার নির্বাচনে অংশ গ্রহণ করে জনগণের রায়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচত হন। চেয়ারম্যান নির্বাচিত হয়ে সততার সাথে থেকে জনগণের সেবক হিসাবে দায়িত্ব পালন করে গেছেন, চেয়ারম্যানের নানা পূর্ব পাকিস্তান সময় দীর্ঘদিন ধরে সুনামের সহিত (স্থানীয় সরকারের প্রেসিডেন্ট) চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
বর্তমান চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবু তাদেরই যোগ্য উত্তরশ^রী। সেই ধারাবাহিকতায় তিনি ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীর্ষ প্রতিক নিয়ে জনগণের ভোট চেয়ারম্যান হিসাবে নির্বাচন হন। বর্তমানে ২০২১ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধিনে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনের সম্ভব্য তারিখ ঘোষণা করায় এবারও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করার প্রত্যয় নিয়ে তার নির্বাচনী এলাকায় ব্যাপক গণ সংযোগ চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আবারও এলাকার জনগণের পাশে দাঁড়িয়ে গরীব দু:খী অসহায় মানুষের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এজন্য তিনি অত্র ইউনিয়নের সকল শ্রেণী পেশা মানুষের সহযোগিতা কামনা করেছেন।