শিবগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সাধারণ ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে রবিবার উপজেলা পরিষদের মাসিক সাধারণ ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, মেয়র তৌহিদুর রহমান মানিক, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, ফাহিমা আক্তার, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হাসেম, ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, মহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, প্রাণী সম্পদক কর্মকর্তা জাফরিন হক, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার এএইচএম শামীম, জনস্বাস্থ্য প্রকৌশলী খাদিজা খাতুন, সমাজসেবা কর্মকর্তা শামিউল ইসলাম, নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, আবাসিক প্রকৌশলী বিদ্যুৎ (নেসকো) বজলুর রশিদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলুল হক, পূজা উদযাপন পরিষদ সভাপতি রাম নারায়ণ কানু, সাধারণ সম্পাদক সুবির কুমার দত্ত প্রমুখ। সভায় শিবগঞ্জ উপজেলার আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে পালনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।