সুখানপুকুরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

মুজিব শতবর্ষ উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুরে উদ্বোধন হতে যাচ্ছে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্ণামেন্ট।
সুখাপুকুর যুব উন্নয়ন সংঘের উদ্যোগে আজ ২৭ অক্টোবর সোমবার বেলা ৩টার দিকে সৈয়দ আহম্মেদ কলেজ প্রাঙ্গনে এ টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।
টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক ও সুখারপুকুর যুব উন্নয়ন সংঘের সভাপতি মো. মুঞ্জুরুল হক মুঞ্জু। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন যুবলীগ নেতা আতিকুল ইসলাম আতিক।
উদ্বোধনী ম্যাচে অংশ গ্রহন করবেন কাহালু ফুটবল একাদশ বনাম মহিমাগঞ্জ ফুটবল একাদশ। এছাড়া টুর্ণামেন্টির স্পন্সর করেছেন ময়না হোটেল এন্ড রেস্টুরেন্ট, হোটেল লা ভিলা, সাইক জেনারেল হসপিটাল ও রোকেয়া ডিজিটাল হসপিটাল।
টুর্ণামেন্টের সকল খেলায় সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন সুখানপুকুর যুব উন্নয়ন সংঘের সাধারন সম্পাদক ফজলুল করিম মঞ্জিল।