পোরশায় বিষপানে আদিবাসী যুবকের আত্মহত্যা

নওগাঁর পোরশায় রনিল(২৩) নামের এক আদিবাসী যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন। রনিল চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বড়দাদপুর গ্রামের শ্রীদামের ছেলে।
জানা গেছে, সোমবার সকালে সকলের অজান্তে নিজ বাড়িতে বিষপান করেন রনিল। অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তার স্বজনরা উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। চিকিৎসারত অবস্থায় দুপুরে রনিল মারা যায়। এ সংবাদ লেখা পর্যন্ত রনিলের লাশ পোরশা থানায় রাখা ছিল।
এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, আমরা আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করবো।