শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসনের প্রস্তুতিসভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিসভা করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় বৈশি^ক মহামারী করোনাকালীন সময়ে সরকার নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এবারের শারদীয় দুর্গাপূজা যথাযোগ্য ধর্মীয় মর্যদায় জাকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ¦ জানে আলম খোকা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষ, সাধারণ সম্পাদক সংগ্রাম কুণ্ডু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিজয় কুমার দাস, ইউপি চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী, শফিকুল ইসলাম রাঞ্জু, জাকির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. শামছুন্নাহার শিউলী। সভায় উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ: এবছর এই উপজেলায় পৌরসভাসহ দশটি ইউনিয়নে মোট ৮৭টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।