পোরশায় কৃষকদের মাঝে কারিতাসের আর্থিক সহায়তা

নওগাঁর পোরশায় ২৬জন কৃষকদের মাঝে নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কারিতাস রাজশাহী অঞ্চলের আশা প্রকল্পের আয়োজনে আর্থিক সহায়তা বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের মাঠ কর্মকর্তা বলাই মারান্ডী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাঙ্গুরিয়া ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বন্ধুপাড়া মিশনের ফাদার লিন্টু আরেং, কারিতাসের এরিয়া ম্যানেজার আশরাফুল ইসলাম ও সাংবাদিক ডিএম রাশেদ। পরে বিভিন্ন এলাকা থেকে আগত ২৬জন উপকারভোগী কৃষকদের মাঝে প্রতি জনকে নগদ ৫হাজার করে টাকা তুলে দেওয়া হয়।