শাজাহানপুরে প্রধানমন্ত্রী জন্মদিনে যুবলীগের দোয়া ও বৃক্ষ রোপণ

বগুড়ার শাজাহানপুরে উপজেলা যুবলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র ৭৫ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষ রোপণ করা হয়েছে।
বুধবার বাদ যোহর উপজেলা পরিষদের জামে মসজিদে দোয়া মাহফিল শেষে উপজেলা চত্বরে বৃক্ষ রোপণ ও বিতরণ করা হয়।
উপজেলা যুবলীগের সভাপতি ও পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাদশা আলমগীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
দোয়া ও বৃক্ষ রোপণ কর্মসূচীতে অংশ নেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব ইমরান হোসেন, সহ-সভাপতি নজরুল ইসলাম, , সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন, দপ্তর সম্পাদক আরীফ আজাদ পলাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব হোসেন বিপুল, অর্থ বিষয়ক সম্পাদক বাকী বিল্লাহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইমাম হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক রুবেল আহম্মেদ, সদস্য রুহুল আমিন, আপেল মাহমুদ, ইউনিয়ন যুবলীগ সভাপতি/সাধারণ সম্পাদক যথাক্রমে রেজাউল করিম খাঁন মহব্বত, মোস্তাফিজার রহমান, মতিউর রহমান বকুল, শফিকুল ইসলাম, শ্রমিক লীগ নেতা মনির হোসেন প্রমূখ।