বিরামপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র ৭৫তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

দিনাজপুরের বিরামপুরে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র ৭৫তম জন্মদিন উপল্েয ২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ অডিটোরিয়াম সকাল ১১টায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্য আক্কাস আলী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুন্ডু, সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু ও দিলীপ কুমার কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি অধ্য ড. নূরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মেজবাউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।