রংপুর বিভাগে আবারও সেরা পঞ্চগড়ের পুলিশ সুপার

পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী রংপুর রেঞ্জের আট জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ পুলিশ সুপার (এসপি) মনোনিত হয়েছেন। এর আগেও তিনি একাধিকবার শ্রেষ্ট পুলিশ সুপার হিসেবে মনোনিত হয়েছিলেন। আগস্ট মাসে পঞ্চগড় জেলার আইনশৃঙ্খলা রায় যথার্থ দায়িত্বশীল ভূমিকা রাখায় তাকে এই শ্রেষ্ঠত্বের পুরস্কারে ভূষিত করা হয়।
সোমবার ভার্চুয়ালি রংপুর রেঞ্জের ডিআইজি অফিসের সম্মেলন কক্ষ থেকে আয়োজিত সভায় তাকে রংপুর বিভাগের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে মনোনিত করা হয়। রংপুরের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য সভায় সভাপতিত্ব করেন। সভায় ডিআইজি অফিসের কর্মকর্তা ও রংপুর বিভাগের আট জেলার পুলিশ সুপাররা সংযুক্ত ছিলেন।
পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্যের নির্দেশনায় পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ইউসুফ আলীর নেতৃত্বে বদলে গেছে পঞ্চগড়ের সকল থানায় পুলিশের সেবার ধরণ। তিনি ২০১৯ সালের ৮ জুলাই পঞ্চগড়ে পুলিশ সুপার হিসেবে যোগ দেয়ার পরই থানাগুলোর চিত্র বদলে যেতে শুরু করে। বদলে যায় পুলিশের আচরণ। বন্ধ করেন দীর্ঘদিনের পরিবেশ বিধ্বংসী ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন। অতীতে দীর্ঘ আন্দোলন সংগ্রামেও যা বন্ধ করা যায়নি।
সদর থানার ওসি মো. আব্দুল লতিফ মিঞা জানান, পুলিশ জনগণের বন্ধু। পুলিশ জনতা, জনতাই পুলিশ এই স্লোগানে এসপি ও ডিআইজি স্যারের উদ্বুদ্ধকরণ, মটিভেশন ও নির্দেশনা দিয়ে পুলিশকে জনমুখী করার কাজ চলমান রেখেছেন। থানায় এসে মানুষ যাতে সর্বোচ্চ সেবা পায় সে চেষ্টায় করে যাচ্ছি। আগামীতে যেন সেবার মান আরো বৃদ্ধি করতে পারি তার জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।
পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, আইজি ও ডিআইজি স্যারের নির্দেশনায় পঞ্চগড়ের পুলিশকে জনবান্ধব, হয়রানিমুক্ত, দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলতে কাজ করছি। মানুষের প্রথম ভরসার স্থল হবে থানা। পুলিশের সেবা নিন। সেবা দিতে কেউ হয়রানি, দুর্নীতি বা অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। ডিআইজি অফিস থেকে মূল্যায়ন করে পুরস্কৃত করা হয়েছে।