পঞ্চগড়ে ডিপিএফ’র ভার্চুয়াল আলোচনা সভা

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে পঞ্চগড়ে ভার্চুয়াল মাধ্যমে আলোচনা সভার আয়োজন করেছে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ)।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় তথ্য অধিকার আইনের এক যুগের অগ্রগতি বিষয়ে তথ্য চিত্র তুলে ধরেন তরুণ সাংবাদিক ও ডিপিএফ সদস্য লুৎফর রহমান।
ডিপিএফ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধানের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান, স্থানীয় সরকারের উপপরিচালক আব্দুল মান্নান, প্রেসকাবের সভাপতি সফিকুল আলম, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, পিফরডি’র রংপুর বিভাগীয় কো-অর্ডিনেটর রেহেনা বেগমসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি বক্তব্য রাখেন। ভার্চুয়াল ওই সভায় জেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, ডিপিএফ সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার ১শ জন প্রতিনিধি মানুষ অংশ নেয়।
অনুষ্ঠান পরিচালনা করেন ডিপিএফ পঞ্চগড়ের সাধারণ সম্পাদক ও পরস্পর’র নির্বাহী পরিচালক আকতারুন নাহার সাকী।