বগুড়ার নন্দীগ্রামে অতিরিক্ত মাত্রায় কীটনাশক প্রয়োগে কৃষকের ফসল পুড়ে ছাই

বগুড়ার নন্দীগ্রামে অতিরিক্ত মাত্রায় কীটনাশক প্রয়োগে কৃষকের ফসল (ধান) পুরে ছাই হবার খবর পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে উপজেলার ৪নং ইউনিয়নের নিমাইদিঘী গ্রামের আলহাজ্ব মো: সামির উদ্দিন মাস্টারের ১বিঘা জমির ফসল (ধান) পুরে একেবারে নষ্ট হয়ে গেছে।
এ বিষয়ে জমির মালিকের সাথে কথা বললে তিনি জানান, শুক্রবার জমিতে ভুল বসত অতিরিক্ত মাত্রায় কীটনাশক প্রয়োগের ফলে এবং সেই সাথে অতিরিক্ত সূর্যের তাপের কারনে তার জমির সব ফসল (ধান) নষ্ট হয়ে গেছে।
তিনি আরো জানান, তার জমির ফসল (ধান) এমন ভাবে নষ্ট হয়ে গেছে যে, তা আর ফিরে পাবার সম্ভাবনা নেই। তবে তার এই ক্ষতির জন্য নিজেকেই দায়ী করছেন জমির মালিক আলহাজ্ব সামির উদ্দিন মাস্টার।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার আদনান বাবুর সাথে কথা বললে তিনি জানান, ফসলে কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে সঠিক ঔষধ, সঠিক মাত্রা, সঠিক সময় এবং সঠিক নিয়ম মানা প্রয়োজন অন্যথায় ফসলের ক্ষতির সম্ভবনা রয়ে যায়। যদি কেউ ভুল বসত অতিরিক্ত কীটনাশক প্রয়োগ করে ফেলেন তাহলে তৎক্ষণাৎ নরমাল পানি স্প্রে করার পরামর্শ দেন তিনি। তবে অতিরিক্ত কীটনাশক প্রয়োগের পর দীর্ঘ সময় অতিবাহিত হলে এই পদ্ধতি কাজে নাও লাগতে পারে। এজন্য ফসলে কীটনাশক প্রয়োগের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন উপজেলা কৃষি অফিসার আদনান বাবু।