নন্দীগ্রামে অজ্ঞাতনামা মহিলার মরদেহ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে ৬০ বছরের অজ্ঞাতনামা এক মহিলার মরদেহ উদ্ধার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। সোমবার বিকেল ৫টায় উপজেলার ৫ নং ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের মোহাম্মাদ আলীর পরিত্যাক্ত টিনসেট বাড়ির বারান্দা থেকে মহিলাটির মরদেহ উদ্ধার করে।
থানা সুত্রে জানাযায়, গত ১ বছর পূর্বে মহিলাটি কাথম গ্রামে আসে। তখন থেকে মানুষের কাছে চেয়েচিন্তে খেতো এবং রাতে মোহাম্মাদ আলীর পরিত্যাক্ত বাড়ির বারান্দায় থাকতো, তেমন কথাবার্তা বলতো না, কোথা থেকে এসেছে তাও কেউ জানেনা। ঘটনার দিন গ্রামবাসী তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
উক্ত বিষয়ে নন্দীগ্রাম থানার (ওসি) আবুল কালাম আজাদ বলেন, উপজেলার কাথম গ্রামে মোহাম্মাদ আলীর পরিত্যাক্ত বাড়ির বারান্দা থেকে অজ্ঞাতনামা মহিলার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, সেই সাথে তার পরিবারের খোঁজ করা হচ্ছে। এ সংক্রান্তে নন্দীগ্রাম থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।