নন্দীগ্রামে গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার
_.jpg)
বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে উপজেলার জামালপুর গ্রামের মো: খাইরুল ইসলাম (৪২ কে গাঁজাসহ গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।
থানা সুত্রে জানা গেছে, সোমবার নন্দীগ্রাম থানার (ওসি) আবুল কালাম আজাদের নির্দেশে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হরিদাস মন্ডল ও এসআই কাজী শাহীন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের পার্সন গুলিয়া বাজারে অভিযান চালিয়ে জামালপুর গ্রামের মোজাহার আলীর ছেলে মো: খাইরুল ইসলাম (৪২) কে ৬০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।
এবিষয়ে নন্দীগ্রাম থানার (ওসি) আবুল কালাম বলেন, উল্লেখিত ঘটনা সংক্রান্ত ১টি নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।