বগুড়ার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনাসভা
_PIC-28.09_.2021_.jpg)
বগুড়ার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা এগারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনাসভার আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকার দলীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান।
এছাড়া অন্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ মুনসী সাইফুল বারী ডাবলু, শেরপুর প্রেসকাবের সাবেক সভাপতি নিমাই ঘোষ, সাংবাদিক সবুজ চৌধুরী, দীপক কুমার সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় এমপি হাবিবর রহমান বলেন, বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছি। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সবক্ষেত্রেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। এই ধারা অব্যাহত রাখতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় সবাইকে আত্মনিয়োগ করার আহবান জানান তিনি।