শেখ হাসিনার জন্মটাই ছিল সমুজ্জ্বল: দুলু

বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান একেএম আছাদুর রহমান দুলু বলেছেন, শেখ হাসিনার জন্মটাই ছিল সমুজ্জ্বল। শেখ হাসিনা লক্ষ্য বিজয়ী এক নাম। ডিজিটাল বাংলাদেশের প্রতীক। স্বাভাবিক দৃষ্টিকোন থেকে মনে করি প্রতিটি মানুষই জীব জগতের কল্যানের জন্যই জন্ম লাভ করে। এর মধ্যে অনেকেই লক্ষ্য থেকে বিচলিত হয়, অনেকেই লক্ষ্যকে জয় করতে সক্ষম হয়। শেখ হাসিনার ভাবনা ছিল তাঁর বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করে দেশকে গোটা দুনিয়া জুড়ে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি ঘটানো, দারিদ্র্য, ক্ষুধামন্দা দেশকে খাদ্যে স্বংসম্পূর্ণ করা, মাথা পিছু আয় বৃদ্ধিসহ উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা।
তিনি আরো বলেন, আজ গোটা দেশ যে মানুষটির জন্মদিন পালন করছে তাঁর কাছে আমাদের অনেক শেখার আছে। তিনি গোটা দুনিয়ার কাছে আমাদেরকে মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখিয়েছেন। তাঁর দূরদর্শিতা অক্লান্ত পরিশ্রম, সততা শুধু বাঙালি জাতিকে নয় সারা বিশ্বকে ভাবিয়ে তুলেছে। সকল শ্রেণী পেশার মানুষের হৃদয়ের মনি কোঠায় স্থান পাওয়া এক নাম দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ হলরুমে বগুড়া জেলা তাঁতী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা তাঁতী লীগের সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন স্বপন।
সভায় আরো বক্তব্য রাখেন জেলা তাঁতী লীগের সহ-সভাপতি নাজমুল হক সজীব, সাব্বির হোসেন সবুজ, আল আমিন সরকার, মহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল আলম শাওন, জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান রাব্বি, সাংগঠনিক সম্পাদক আপেল মল্লিক, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লুৎফর রহমান, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক আলামিন হোসেন সুমন, উপ-প্রচার সম্পাদক মাহমুদুল হাসান রনি।
এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোতাহার হোসেন মিজু, তাঁতী লীগ নেতা আল-আমিন, শাহনেওয়াজ খান সুমন, ডালবু প্রামানিক, শাহ আলম, ছাত্রলীগ নেতা অনিক, সাব্বির, আকাশ, বিলু, স্বাধীন, জিন, তুষার, জনিসহ প্রমুখ।