জাতির মাথায় ছায়া হয়ে আছেন প্রধানমন্ত্রী

অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু বলেছেন, সমগ্র জাতির মাথার উপর শান্তির ছায়া হয়ে দাড়িয়ে আছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সেই সু-শীতল ছায়া ছড়িয়ে আছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে। পরিবেশের বিরুপ প্রভাব থেকে রক্ষা পেতে শিক্ষা প্রতিষ্ঠান সহ সারাদেশে বৃক্ষরোপণ, পরিচর্যা ও সংরক্ষণ অত্যন্ত জরুরি। কারণ প্রাকৃতিক পরিবেশের নিবির সান্নিধ্য ব্যতিত শিক্ষা ও জীবন বিজ্ঞান পরিপূর্ণতা পায়না।
মঙ্গলবার দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্ম বার্ষিকীতে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপন অনুষ্ঠানে অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু উপরোক্ত কথাগুলো বলেন। বৃক্ষরোপণ অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম, কাজী মঞ্জুরুল হক, প্রভাষক আবুল বাসার, আতাউজ্জামান, তুহিন, ইয়াসমীন সুলতানা, শামীম হোসেন সহ আরও অনেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম বার্ষিকী উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে একটি পলাশ ফুলের চারা রোপন করা হয়।
উল্লেখ্য এবছর বিভিন্ন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে প্রায় ৩ শতাধিক ফলদ, বনজ, ঔষধী গাছের চারা রোপন করা হয়েছে।