কাহালু গৃহহীনদের আবাসন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও
গত ২৮শে সেপ্টেম্বর দুপুরে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভাগদুবরা ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন প্রকল্পের নির্ধারিত জায়গা মাটি ভরাটের কাজ পরিদর্শন করেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ) ও কাহাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমবার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আব্দুর রশিদ লালু, মহিলা ভাইস চেয়ারম্যান রওশান আরা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল জোব্বার, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন।