কাহালুতে মাননীয় প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে কাহালু উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে গত ২৮শে সেপ্টেম্বর বিকেলে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাহালু পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন কবিরাজ। প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বগুড়া জেলা ছাত্রলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, আওয়ামীলী নেতা সুলতান আলী কবিরাজ, মানিক কবিরাজ, যুবলীগের সাধারণ সম্পাদক ইউনুছ আলী টনী, পৌর আওয়ামীলীগের সভাপতি খ.ম. শামছুল, কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রমীকলীগের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, তাঁতীলীগের সভাপতি শাহীন ফকির, সাধারণ সম্পদক বাবু কবিরাজ, ছাত্রলীগের সভাপতি সৌগীর আহম্মেদ ঋতু, সাধারণ সম্পাদক হুমায়ন আহম্মেদ উচ্ছাস সহ আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।