সৈকতে আবারও ভেসে এলো মৃত ডলফিন
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ঝাউবন এলাকায় আবারও একটি সাত ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন (শুশুক) ভেসে এসেছে।
বুধবার সকালে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ৫ কিলোমিটার পূর্বদিকে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা ওই মৃত ডলফিনটি দেখতে পায়।
ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু জানান, সকালে সমুদ্রসৈকতের বৈরী আবহাওয়া পর্যবেক্ষণে তারা সৈকতে বের হয়েছিল।
তাদের ধারণা— সকালের জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে এসেছে। এটির মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের মতে অন্তত ৮-১০ দিন আগে এটির মৃত্যু হয়েছে।
ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার মৃত ডলফিন ভেসে আসার খবর নিশ্চিত করে জানান, এর আগে ২৩ সেপ্টেম্বর সর্বশেষ একটি ৫ ফুট লম্বা মৃত ডলফিন উদ্ধার হয়।
খবর: যুগান্তর

অনলাইন ডেস্ক