জাতীয় পর্যায়ে বগুড়া সাতরং আর্ট স্কুলের ২ শিক্ষার্থীর সাফল্য

জাতীয় পর্যায়ে বগুড়ার সাতরং আর্ট স্কুলের দুই ক্ষুদে শিক্ষার্থী চিত্রাঙ্কণে অর্জন করেছে প্রশংসনীয় সাফল্য যারা হলেন জান্নাতুল মাওয়া ঐশী এবং মাধুর্য্য ভৌমিক কৃপা যাতে চিত্রাঙ্কণ নিয়ে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে বগুড়ার হাজারো মেধাবী ক্ষুদে চিত্রশিল্পীরা ।
জানা যায়, বাংলা নববর্ষ উপলক্ষে ১৮২৮ বঙ্গাব্দে সরকারিভাবে করা শুভেচ্ছা কার্ডে মুদ্রিত হয়েছে ঐশীর অঙ্কিত একটি ছবি। ছবিটি দেখে খুশি হয়ে ক্ষুদে এই শিক্ষার্থীকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে প্রদান করেছেন ১ লক্ষ টাকা এবং উক্ত ছবিটির জন্যে ঐশী প্রশংসীত হয়েছেন দেশের সর্বমহলে।
অপরদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত চিত্রাংকন প্রতিযোগীতা উপলক্ষ্যে সারাদেশের ৫ হাজার ছবির মাঝে গ-বিভাগে ১ম স্থান অর্জন করেছে বগুড়া সাতরং আর্ট স্কুলের আরেক শিক্ষার্থী মাধুর্য্য ভৌমিক কৃপা। গত ১৮ সেপ্টেম্বর ঢাকা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উক্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য ও সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরীন আহমাদ, ডিবিসি নিউজ এর সম্পাদক প্রণব সাহাসহ ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এমপি, বিখ্যাত চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ (প্যারিস থেকে), "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী" গানের রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরী। পুরস্কার হিসেবে মাধুর্য্য ভৌমিক কৃপা অর্জন করেছে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য এ্যাওয়ার্ড এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত সনদপত্র যা ছিলো শিক্ষার্থী কৃপার সবচেয়ে বড় অর্জন ও আগামীর অনুপ্রেরণা।
এ প্রসঙ্গে বগুড়া সাতরং আর্ট স্কুলের পরিচালক চন্দন কুমার রায় অত্যন্ত গর্বের সাথে বলেন, শিক্ষার্থীদের সাফল্যের মাঝেই একজন গুরুর প্রকৃত স্বার্থকতা লুকায়িত থাকে। রাজধানী ঢাকা কিংবা বিভাগীয় শহর বাদ দিয়েও জেলা শহরগুলোতে অসংখ্য মেধা লুকিয়ে আছে যার মাঝে বগুড়া অন্যতম। অভিভাবকদের সহযোগিতা ও সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা পেলে বগুড়ার শিক্ষার্থীরা সাংস্কৃতিক অঙ্গণে শুধু জাতীয় পর্যায়ে নয় আন্তর্জাতিক পর্যায়েও ধারাবাহিক সাফল্য বয়ে আনবে আর সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সাতরং পরিবার।