প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়ায় ৭৫ পাউন্ড কেক কর্তন হেলভেশিয়া রেস্টুরেন্টের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষ্যে মঙ্গলবার রাতে শহরের জলেশ্বরীতলা হেলভেশিয়া রেস্টুরেন্টের আয়োজনে ৭৫ পাউন্ডের কেক কর্তন করা হয়েছে। যা রাতেই ভালমানের খাবারের সাথে বিতরণ করা হয়েছে শহরের সুবিধাবঞ্চিত শিশু ও ভাসমান মানুষের মাঝে।
হেলভেশিয়া রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক প্রিন্স সরকারের সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর জন্মদিনের এই কেক কর্তন করেন বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি’র সভাপতি এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন সিআইপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারাবিশ্বে রোলমডেল। বৈশ্বিক কোন ঋণ বা সহযোগিতা ছাড়াই একা মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের দৃঢ় চিন্তার কারণে আজ দেশে বড় বড় স্থাপনা নির্মাণ হচ্ছে যার মাঝে পদ্মা সেতু অন্যতম। তিনি আরো বলেন, দেশের স্বার্থে জনগণের স্বার্থে ধারাবাহিক উন্নয়নের স্বার্থে জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। শেখ হাসিনার ছায়াতলেই দেশ সুরক্ষিত তাই তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি, জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ্যাডোনিস বাবু তালুকদার, বগুড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, রাজাবাজার আড়ৎদার ও সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ, গণমাধ্যমকর্মী ও যুব সংগঠক সঞ্জু রায় এবং জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তাদেরুল ইসলাম মিম পোদ্দার। আরিফ অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী আল-আমিন, ব্যবসায়ী মাহমুদুল সাগরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। কেক কর্তন পরবর্তী হেলভেশিয়া রেস্টুরেন্টের পক্ষ থেকে পুরো শহরে ঘুরে ঘুরে তা বিতরণ করা হয় শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও ভাসমান মানুষের মাঝে।
উল্লেখ্য, রেস্টুরেন্টটি চালু করার পর থেকেই নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে যা সাধারণ মানুষের নজর কারে করোনাকালীন ক্রান্তিকালে। বর্তমানে হেলভেশিয়া বগুড়া অসুস্থ রোগীদের বিনামূল্যে স্যুপ সরবরাহ, মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে খাবার প্রদান, বয়স্ক ব্যক্তিদের ভাল খাবারের সুব্যবস্থা নিশ্চিতকরণ, সুবিধাবঞ্চিত শিশুদের বিভিন্ন সময়ে পেটভরে খাবার খাওয়ানোর সুবিধাসহ ব্যবসার পাশাপাশি নানা মানবিক উদ্যোগ চালু রেখেছেন যা ইতিমধ্যেই সর্বমহলে প্রশংসিত হচ্ছে।