বগুড়ার শেরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কোরবান আলীর দাফন সম্পন্ন

বগুড়ার শেরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কোরবান আলীর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেল সোয়া পাঁচটায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী ফাঁসিতলা ঈদগাঁহ্ মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।
এসময় মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম ও শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
পরে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর ওই মাঠে মুক্তিযোদ্ধা কোরবান আলীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেইসঙ্গে স্থানীয় খন্দকারটোলা বিবির মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে জানাজাপূর্ব সংক্ষিপ্ত স্মরণসভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হামিদ, শিক্ষক আব্দুল কাদের মজনুসহ নিহতের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।
উক্ত জানাজায় শেরপুর ও কাজীপুর মুক্তিযোদ্ধা কমাণ্ডের মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ গণমান্য ব্যক্তি বর্গসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার সাধুবাড়ী ফাঁসিতলা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা কোরবান আলী বেশকিছুদিন আগে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। বিগত দুইমাস ভারতের একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে সম্প্রতি বাসায় ফিরেন।
এরপর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। আর সেখানেই মঙ্গলবার রাত আটটায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৮বছর। মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।