শিবগঞ্জে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার শহীদ হাফিজার রহমান অডিটোরিয়ামে আসন্ন শারদীয় দূর্গাপূজা যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মৌলী মন্ডল, মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, ওসি সিরাজুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাসোসিয়েশন সভাপতি কিচক ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাম নারায়ন কানু, সাধারণ সম্পাদক সুবির দত্ত প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান।