হিলিতে সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে সেচ সংযোগ গ্রহণে গ্রাহক উদ্বুদ্ধ করণ

হিলিতে সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে সেচ সংযোগ গ্রহণে গ্রাহক উদ্বুদ্ধ করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আয়োজনে উদ্বুদ্ধ করণ সভা অনুষ্ঠিত হয়।
হাকিমপুর পল্লী বিদ্যুৎ এজিএম সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বাপবিবো অধিদপ্তরের পরিচালক শহিদুল করিম,বিশেষ অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
এসময় বক্তারা উপস্থিত গ্রাহকগণকে বিদ্যুৎ শ্রাসয়ী করতে বেশি বেশি করে সৌর বিদ্যুৎ পাম্পের ব্যবহারের জন্য অনুরোধ করেন এবং উপজেলা পল্লী বিদ্যুৎ অফিস থেকে অর্ধেক মূল্যে দিয়ে সোলার প্যানেল দেওয়া হবে বলেও জানানো হয়।