বার সমিতির নির্বাচনে যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেয়া হবে: পিপি মতিন

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ বগুড়ার সাবেক সভাপতি এ্যাড. আব্দুল মতিন পিপি বলেছেন, বগুড়াতে আসন্ন বার সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এবং মহাজোটের প্যানেলে যোগ্য ও দক্ষ প্রার্থীকেই মনোনয়ন দেয়া হবে। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে বগুড়া বারের সকল দুর্নীতি, অনিয়ম ও সাধারণ আইনজীবীদের অধিকার আদায়ের লক্ষ্যে তিনি সকলকে মহাজোট মনোনিত প্রার্থীদের নির্বাচনে জয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং একই সাথে প্রসিকিউশনের সকল আইন কর্মকর্তাদের সরব উপস্থিতি ও দলের কর্মসূচী সক্রীয়ভাবে পালনের আহ্বান জানান।
বুধবার বিকেলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আয়োজনে বগুড়া এ্যাডভোকেটস্ বার সমিতির গওহর আলী ভবনের ২য় তলায় আসন্ন এ্যাডভোকেটস্ বার সমিতির নির্বাচন উপলক্ষ্যে অনুষ্ঠিত নির্বাচনী সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন।
সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এ্যাড. নরেশ মূখার্জ্জীর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন বগুড়া জজশীপের জি.পি এ্যাড. কামরুন্নাহার বেগম ডেইজি, এ্যাড. গোলাম রব্বানী খান রোমান, এ্যাড. আতিয়া কান্ত বর্মন, এ্যাড. আমান উল্লাহ আমান, এ্যাড. কাজী রবিউল আলম মিঠু, এ্যাড. আশেকুর রহমান সুজন, এ্যাড. আশরাফুন নাহার স্বপ্না, এ্যাড. নুরুস সালাম সাগর, এ্যাড. আশরাফ হোসাইন, এ্যাড. নাসিম আহমেদ, এ্যাড. উৎপল বাগচী, এ্যাড. খোদা বকস্ তালুকদার, এ্যাড. আনোয়ার হোসেন পায়েল, এ্যাড. এইচ.আই হাফিজ দিপু, এ্যাড. বিনয় কুমার দাষ (বিশু), এ্যাড. আমিনুজ্জামান আঙ্গুর, এ্যাড. সেকেন্দার আলী, এ্যাড. নুরুন নবী, এ্যাড. আতিক মাহমুদ, এ্যাড. হেলালুর রহমান, এ্যাড. বিজন সাহা, এ্যাড. জহুরুল ইসলাম, এ্যাড. শফিকুল ইসলাম আক্কাস, এ্যাড. শাহ মো: ওয়ালেদ, এ্যাড. আবু তাহের সিদ্দিক, এ্যাড. সৈয়দ শাহরিয়ার জামান প্রমুখ। সভায় সম্প্রতি বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত নবীন আইনজীবীদের সংবর্ধণা প্রদান করা হয়।
এছাড়াও করোনাকালীন সময়ে বগুড়া বারের যে সকল আইনজীবী মৃত্যুবরণ করেছেন তাদের উদ্দেশ্যে শোক প্রস্তাব করা হয় সংগঠনের পক্ষে। সভা পরবর্তী প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে সংগঠনের পক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করা হয়।