প্রকাশিত : ১ অক্টোবর, ২০২১ ২২:৫৮

হাকিমপুরে দুই শিক্ষার্থীকে গাছে বেঁধে নির্যাতন, ইউপি সদস্য আটক

দিনাজপুর প্রতিনিধি
হাকিমপুরে দুই শিক্ষার্থীকে গাছে বেঁধে নির্যাতন, ইউপি সদস্য আটক

দিনাজপুরের হাকিমপুরে ছাগল চুরির অভিযোগে দুই শিক্ষার্থীকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগে এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে থানা পুলিশ তাকে আটক করে।

শুক্রবার সকালে উপজেলার মোল্লা বাজার নামক এলাকায়  ঘটনা ঘটে।

ঘটনার ১১ ঘন্টা পর সন্ধ্যায় অভিযুক্ত ইউপি সদস্য নাজমুল ইসলামকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।

ভুক্তভোগী আরিফ  সৌরভ জানানশুক্রবার স্কুল বন্ধ থাকায় বাবার মটরসাইকেল নিয়ে ঘুরতে যায় মোল্লা বাজার এলাকায়, আমরা দুজনেই বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্ররাস্তার পাশে একটি সুন্দর ছাগলের বাচ্চা দেখতে পেয়ে আমরা কোলে নিয়ে খেলা করি। এসময় কয়েকজন লোক আমাদের চোর বলে ধাওয়া করলে ভয়ে আমরা দ্রæ মটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

এসময় ইউপি সদস্য নাজমুল সহ তারা আমাদেরকে রাস্তার উপর থেকে ধরে নিয়ে গিয়ে ছাগল চুরির অভিযোগ এনে গাছের সাথে বেঁধে এলোপাতাড়ি ভাবে মারতে থাকে

দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নির্যাতনের ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে, পরে বিষয়টি নজরে এলে অভিযুক্তদের ধরতে নড়েচড়ে বসে থানা পুলিশ।

 

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসিখায়রুল বাশার শামীম জানানসামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের ভিডিওটি দেখে বোয়ালদাড় ইউনিয়নের  নং ওয়ার্ড সদস্য নাজমুল ইসলাম আটক করা হয়েছে।

 ব্যাপারে আরিফের পিতা মনিরুল ইসলাম সন্ধায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

তিনি আরো জানানভিডিও ফুটেজ দেখে বাঁকিদেরও আটকের চেষ্টা চলছে।  ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

উপরে