প্রকাশিত : ৩ অক্টোবর, ২০২১ ১৮:১৮

দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারতীয় ট্রাকচালকের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারতীয় ট্রাকচালকের মৃত্যু

দিনাজপুরের হিলি স্থলবন্দরে আসা ভারতীয় ট্রাকচালকের মৃত্যু হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, অসুস্থ হয়ে মারা গেছেন তিনি।জেলার হাকিমপুর উপজেলার পানামা পোর্টে রোববার সকাল সাড়ে ৯টায় মারা যান তিনি। ট্রাকচালকের নাম বাবলু সরকার। তার বাড়ি ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার সাপানগর গ্রামে।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক জানান, ভারত থেকে পণ্য নিয়ে বৃহস্পতিবার বাংলাদেশে আসেন বাবলু। শনিবার হঠাৎ বন্দরের ভেতরে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর অবস্থার কিছুটা উন্নতি হলে রোববার তাকে ভারতে পাঠানোর প্রস্তুতি চলছিল। এরইমধ্যে সকাল সাড়ে ৯টায় বন্দরের ভিতরে আবারও অসুস্থ হয়ে তিনি মারা যান।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার শামীম জানান, ‘হিলি স্থলবন্দরের ভেতরে ওই ভারতীয় ট্রাকচালক অসুস্থ হয়ে মারা গেছেন বলে আমরা জেনেছি। মরদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, আইনি ব্যবস্থার পর তা ভারতে হস্তান্তর করা হবে বলে জানান। 

উপরে