প্রকাশিত : ৪ অক্টোবর, ২০২১ ১৭:৫০

বগুড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন হতে হয়েছে সুমনকে

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন হতে হয়েছে সুমনকে

বগুড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন হতে হয়েছে সুমন কে। পুলিশ দ্রুততম সময়ে এই চ্যাঞ্চল্যকর হত্যা মামলার মূল রহস্য উদঘাটন করেছে এবং ঘটনার সাথে জড়িত বাবু (২৭) নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে। 

আজ সোমাবর দুপুরে বগুড়া পুলিশ সুপার অফিসে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী লিখিত বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি জানান, ঘটনার দিন রাত আনুমানিক সাড়ে ১০টায় নিহত সুমন শহরের কানছগাড়ি বিএইচ ফার্মেসীর দক্ষিনে রাস্তায় তার প্রাইভেট কার থামিয়ে আড্ডা দিচ্ছিল।এ সময় সুমন প্রকৃতির ডাকে সারা দিতে ইবনে সিনার গ্যারেজে যায়। সেখানে সুমনের সাথে বাবুর তর্ক-বির্তকের সৃষ্টি হয়। এর জের হিসেবে বাবু ও তার সহযোগিরা সুমনকে উপর্যুপূরী ছুরিকাঘাত করে। পরে গুরতর আহত সুমনকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তিনি আরো জানান, নিখুঁত গোয়েন্দা তথ্যেও ভিত্তিতে পুলিশ জেলার কাহালু উপজেলার মুরইল এলাকায় অভিযান চালিয়ে সুমন হত্যা কান্ডের সাথে জড়িত মুল আসামী বাবুকে গ্রেপ্তার করে। বাবু বগুড়ার গাবতলী উপজেলার  সামাদ এর পুত্র। 

পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবতী আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু ১৬৪ ধারা জবান বন্দিতে ঘটনার সত্যতা স্বীকার করেছে। 

উপরে