প্রকাশিত : ৪ অক্টোবর, ২০২১ ২০:৫৫

সমাজের অবহেলিত শিশুদের জনসম্পদে পরিণত করা আমাদের সকলের দায়িত্ব

প্রেস বিজ্ঞপ্তি
সমাজের অবহেলিত শিশুদের জনসম্পদে পরিণত করা আমাদের সকলের দায়িত্ব

ওয়ার্ল্ড ভিউ বিল্ডার্স লিমিটেড ও সবুজ স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান খায়রুল আলম লাখিন বলেছেন, সমাজের অবহেলিত শিশুদের জনসম্পদে পরিণত করা আমাদের সকলের দায়িত্ব। কারণ, সমগ্র মানবজাতিই পরস্পর আত্মার নিবিড় বন্ধনে আবদ্ধ। সমাজের সকল শিশুই আমাদের সন্তান। তাদের সবারই রয়েছে শিক্ষার অধিকার। সবাই নতুন পোশাকে হাসিমুখে শিক্ষালয়ে যাবে এটিই আমাদের প্রত্যাশা। সমাজের পিছিয়ে পড়া অবহেলিত শিশুগুলো যেন ফিরে পায় ফিরে পায় তাদের শিক্ষার অধিকার। ‘জীবে প্রেম করে যে জন সে জন সেবিছে ঈশ্বর’ অর্থাৎ মানবসেবার চেয়ে বড় ধর্ম আর নেই। মানুষের সবকটি মহৎ গুণাবলির মধ্যে সেবাব্রত অন্যতম। যারা বিত্তবান তাঁরা দীন-দুঃখীর ক্লেশ মোচনে প্রভূত অর্থব্যয় করতে পারেন। যাদের সে সামর্থ্য নেই তাঁরা তাদের সাধ্যমত শ্রম দিয়ে হোক, ভালোবাসা দিয়ে হোক, সান্তনা দিয়ে হোক, অবহেলিত শিশুদের কল্যাণে নিজেকে নিবেদিত করতে পারলে তবেই জীবনের সার্থকতা। ব্যক্তিগত প্রচেষ্টার চেয়ে সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব বেশি। তাই আমরা সকলে মিলে শিশুদের কল্যানে এগিয়ে আসি।

সোমবার বিকালে বগুড়া পৌর এলাকার ৪নং ওয়ার্ডে সবুজ স্বপ্ন শিক্ষালয়ের শিক্ষার্থীদের নতুন পোশাক বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাজসেবক শাজাহান শেখের সভাপতিত্বে অন্যান্যের  মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব বোরহান উদ্দিন, মোঃ জুয়েল, ছাবিনা খাতুন, সাফিয়া আক্তার মনি, সৌরভ, দিপু, সিজান শেখ, জাহিদ হাসান সহ প্রমুখ।

 

উপরে