প্রকাশিত : ৫ অক্টোবর, ২০২১ ১৭:১৪

পঞ্চগড়ে চিকিৎসার অভাবে দু’চোখ অন্ধ হতে চলেছে ছোট্ট সিয়ামের

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে চিকিৎসার অভাবে দু’চোখ অন্ধ হতে চলেছে ছোট্ট সিয়ামের

পঞ্চগড়ের ছোট্ট শিশু সিয়াম হোসেন (৬)। সে জগদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীতে পড়ে। চিকিৎসার অভাবে তার বাম চোখে পৃথিবীর আলো বাতাস দেখা বন্ধ হয়ে গেছে। ডান চোখটিও ঘোলা দেখছে। দ্রুত চিকিৎসা না করতে পারলে তার ডান চোখটিও বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সিয়ামের বাড়ি জেলার সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে। তার বাবা সাইদুল ইসলাম বাবু পঞ্চগড় শহরের মা বস্ত্রালয়ে সেলসম্যান হিসেবে কর্মরত। 

সিয়ামের বাবা সাইদুল ইসলাম বাবু জানান, সন্তানের জন্য ঠাকুরগাঁও, রংপুর এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে ঘুরে ও চিকিৎসা নিতে গিয়ে বর্তমানে আমি নিঃস্ব। ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, ভিশন আই হাসপাতাল, দীপ আই কেয়ার ফাউন্ডেশন, ইস্পাহানি ইসলামীয়া আাই হাসপাতাল এন্ড হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালের চিকিৎসক ও বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নিয়েও দৃষ্টিশক্তি ফিরে পায়নি সিয়াম। তার গ্লুকোমা বা করোনার সমস্যা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। সহকারী অধ্যাপক মেসবাউল আলম, ডা. প্রফেসর আনিসুজ্জামান, ডা. নাজমুন নাহারসহ বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক তাকে দ্রুত ভারতে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। ভারতে চিকিৎসা করতে সবমিলে প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন। সামান্য বেতনের কর্মচারি হয়ে চিকিৎসার ব্যয়ভার বহন করা আমার পক্ষে অসম্ভব। তিনি ছোট্ট শিশু সিয়ামের চিকিৎসার ব্যয়ভার বহন করতে দেশের সমাজের সহৃদয় ও বিত্তবান, দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন। সবার সহযোগিতায় সিয়াম চোখের দৃষ্টিশক্তি ফিরে পাবে। সিয়ামের বাবার মোবাইল নম্বর-০১৯৩০৯৬১৩৩৭ (বিকাশ/নগদ)। 

 

উপরে