বর্তমান সরকারের সময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ
শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু বলেছেন, বর্তমান সরকার নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নিরপেক্ষ ভাবে নির্বাচন পরিচালনার জন্য নিদের্শনা প্রদান করেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু ভাবে গ্রহণের জন্য ব্যপক পদক্ষেপ গ্রহণ করেছেন। বর্তমান সরকার ব্যালট ও ইভিএমের মাধ্যমের ভোট গ্রহণের পদক্ষেপ গ্রহণ করায় তৃণমূল পর্যায়ে ইউপি চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ব্যপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে। তাই এবারের ভোট অবাধ ও নিরপেক্ষ ভাবে গ্রহণের জন্য শিবগঞ্জ উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। এবারের নির্বাচনে কোন প্রকার পেশী শক্তি ও প্রভাব পড়বে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি সোমবার রায়নগর ইউপি চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম শফি আয়োজনে রায়নগর ইউনিয়নের ঘাগুর দুয়ার হাসপাতাল মাঠে স্থানীয় সুধীবৃন্দদের সঙ্গে নির্বাচন কালীন মত বিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
সমাজসেবক আলহাজ¦ মকবুল হোসেনের সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি। তিনি বলেন, আমার সামান্য সময়ে দায়িত্বকালে রায়নগর ইউনিয়নের সকল জায়গায় উন্নয়নের চেষ্টা করেছি। যেটুকু কাজ বাকী আছে তা আগামী দিনে করার চেষ্টা করব ইনশাল¬াহ। এজন্য দলমত নির্বিশেষে সকলে আমাকে সহযোগীতা করে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করবেন বলে আমি আশা করি।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সমাজ সেবক আলহাজ্ব লুৎফর রহমান, মতিউর রহমান মতি, ইউপি সদস্য ছানাউল হক ছানা, বাদল মিয়া, সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, শফিউজ্জামান সাইফুল,আবুল কালাম, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন, আব্দুল হামিদ, জামাল উদ্দিন, কামরুজ্জামান ভোলা,ফজলু রহমান(অন্তু), মেম্বার পদপ্রার্থী ইসরাফিল হোসেন, মাওঃ ওসমান গনি, আবু তালেব, আজিজার রহমান, আজহারুল ইসলাম, মুনছুর রহমান আকাশ, রুবেল, পিন্টু, রায়হান, ফজলুর রহমান,সোহেল রানা,আল মামুন সহ গ্রামের গন্যমান্য ব্যক্তি বর্গ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি